০৫ গোপনীয়
ভাঙা পা নিয়ে বাডি শিকারে যেতে পারছে না। তার পরিবর্তে স্ত্রী চিনুক ও ছেলে জেরেমিয়া শিকারে যাচ্ছে। এদিকে জঙ্গলে দুজন কালো-পা ইণ্ডিয়ান একজন অপরাধীকে খুঁজছে। শিকারে গিয়ে একটা চিতাবাঘকে লক্ষ্য করে গুলি ছুঁড়ল জেরেমিয়া-- কিন্তু ফসকে গেল! ওটাকে তাড়া করে কোনঠাসা করতেই ঘুরে ওটা জেরেমিয়াকে আক্রমণ করল! এমন চরম মুহুর্তে জেরেমিয়া খেয়াল করল, উত্তেজনার বশে বন্দুকে গুলি ভরতে ভুলে গেছে সে...
5th May, 2024 8:20 AM
Comments
No Comments!